খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে পৃথক চারটি স্থান থেকে ৭৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এ গ্রেপ্তারের ঘটনায় দেশটির প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে মাত্র কয়েক ঘণ্টা পরই যেখানে ভারতের প্রজাতন্ত্র দিবস।
আর দেশজুড়ে যেখানে জঙ্গী হামলার আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে, ঠিক এমন একটি নিরাপত্তা বেষ্টনির মধ্যেই সীমান্ত দিয়ে কীভাবে এইসব মানুষ ভারতের মূল ভূখণ্ডে অনুপ্রবেশ করলো- তা নিয়েও প্রশ্ন উঠছে। গতকাল বৃহস্পতিবার পূর্ব মেদেনীপুরের সাতহাটা থানার কুঁকড়াহাটির ভাঙাপাড়া থেকে ৫৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ১৪ শিশু এবং ১৩ জন নারী রয়েছে। গ্রেপ্তারকৃত সবার বাড়ি বাংলাদেশের পাবনা জেলায়। পৃথক অভিযানে একই দিন দক্ষিণ চব্বিশ পরগনার জেলার কেনিংয়ের পূর্ব শিবনগর গ্রাম থেকে আরো ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত বুধবার বসিরহাটের স্বরূপনগর সীমান্ত থেকে ১৪ জন এবং ওই রাতেই কলকাতার নিউটাউন এলাকা থেকে সন্দেহভাজন দুইজন বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। পূর্ব-মেদেনীপুর জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের স্থানীয় একটি ইটভাটায় নিযুক্ত করেছিলেন এক বাংলাদেশি দালাল। ওই দালালসহ ইটভাটার তিনজন মালিককেও বাংলাদেশিদের অবৈধভাবে কাজে লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে বুধবার বসিরহাটের স্বরূপনগর সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরাও কাজের সন্ধানে দালালের সাহায্যে ভারতে অনুপ্রবেশ করে বলে জানিয়েছে উত্তর চব্বিশ পরগনার জেলা পুলিশ।