Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: বীরেন্দর শেবাগও ডাব্লুডাব্লুই ভক্ত! তার ছেলেরা তো বটেই! শুক্রবার ভারতের সাবেক হার্ড হিটার ব্যাটসম্যান শেবাগ আর তার দুই ছেলে আরিয়াবির ও ভেদান্ত ক্রিকেট শেখালেন দুই ডাব্লুডাব্লুই সুপারস্টারকে। এজন ডিভাস চ্যাম্পিয়ন চার্লোটে, অন্যজন সুপারস্টার ডল্ফ জিগলার।
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনইনমেন্টের এই দুই তারকা প্রথমবারের মতো ক্রিকেটের স্বাদ নিলেন। নয়া দিল্লিতে এখন ডাব্লুডাব্লুই দল। শুক্রবার ও শনিবার তাদের শো। শুক্রবারই শেবাগের কাছে ক্রিকেটের পাঠ নিলেন চার্লোটে ও জিগলার। ব্যাটিং করলেন শেবাগের বিপক্ষে। বল করলেন শেবাগকে। ক্যাচ নিতেও ছুটলেন। শিখলেন ক্রিকেট খেলার কৌশল। শিক্ষকের ভূমিকায় ছিলেন শেবাগের দুই ছেলেও! যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে জিগলারের বেসবল ও চার্লোটের সফটবল খেলার অতীত অভিজ্ঞতা আছে।
তাই ক্রিকেটের কিছু ব্যাপারের মধ্যে তারা মিলও খুঁজে পেয়েছেন নির্ঘাত! জিগলার তো মুগ্ধ শেবাগে, “এটা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। বিরেন্দর আমাদের ক্রিকেটের প্রথম পাঠ দিলো বলে তার কাছে কৃতজ্ঞ আমরা।” জিগলার ও চার্লোটে ভারতে গেছেন লড়তে। পুরো দলই যে ভারত সফরে। ডাব্লুডাব্লুইতে দেশের মাটিতে অভিষেক হচ্ছে দুই ভারতীয়র। একজন সাবেক ওয়ার্ল্ড কাবাডি লিগ চ্যাম্পিয়ন লাভপ্রিত সিং। অন্যজন কুস্তিতে দুবারের জাতীয় চ্যাম্পিয়ন সাতিন্দর দেল পাল।