Mon. Aug 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: ভালো খেলেও নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক জাতীয় দল গোলশূন্য ড্র করেছে এসএ গেমসের প্রস্তুতি নেয়া নেপালের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হলেও দুই দলের কারো কোনো ক্ষতি হয়নি।
গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেছে বাংলাদেশ। নেপাল হয়েছে রানার্স আপ। দুই দলের পয়েন্ট সমান। এই ম্যাচে নামার আগেই অবশ্য দুই দল সেমিফাইনালে উঠে যায়। আর তা হয় গ্রুপে দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা জয় তুলে নিলে। শ্রীলঙ্কার লাভ হয়নি তাতে। মালয়েশিয়াকে নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। আর তাদের জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করে ফেলে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশ খুবই আক্রমণাত্মক ফুটবল খেলেছে শুরু থেকেই। ৬ মিনিটে জামাল ভূঁইয়া সহজেই পেছনে ফেলেন ডিফেন্ডার বিক্রম লামাকে।
কিন্তু ফাউল। ফ্রি-কিক থেকে উড়ে আসা বল ঠেকিয়ে দেন গোলকিপার বিকাশ কুথু। ২২ মিনিটে হেমন্ত বিশ্বাস একটি চমৎকার বল বানাতে চেয়েছিলেন। কিন্তু তার ক্রস ভালোভাবেই রুখেছেন গোলকিপার কুথু। বাংলাদেশের আক্রমণে রক্ষণাত্মক ফুটবল খেলে যাচ্ছিল নেপাল। প্রথমার্ধে চারটি কর্নার পেয়েছে স্বাগতিকরা। অধিনায়ক মামুনুল ইসলাম তার বাঁকানো শট ফেলেন নেপালের বক্সে।
কিন্তু গোল পায়নি বাংলাদেশ। বাংলাদেশের টোটাল ফুটবলের বিপক্ষে নেপাল কাউন্টার অ্যাটাকের ওপর ভর করে খেলছিল। ৫৮ মিনিটে হেমন্ত বিশ্বাস ডান প্রান্ত থেকে একটি চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে ঠেকিয়েছেন গোলকিপার। শেষের দিকে স্বাগতিকদের একটু ক্লান্ত মনে হয়েছে। নেপাল এই সময় গোল খুঁজে বেরিয়েছে। বেশ আক্রমণ করেছে তারা। তবে ম্যাচের সেরা মোনায়েম খান রাজু ৮৪ মিনিটে সাখাওয়াত হোসের রনিকে বল দিলেন। সেটিকে বারের ওপর দিয়ে মারলেন রনি।

অন্যরকম