খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশ কোনো দলের নয়। জনগণের স্বার্থ ও অধিকার সংরক্ষণ না করে এবং জনগণকে বাদ দিয়ে কোনো দলই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরাম সভাপতি পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাসেম ও দপ্তর সম্পাদক নওয়াব আলীর মৃত্যুতে নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. কামাল আরও বলেন, দেশে মানুষের মধ্যে কোনোও বিভাজন নেই। সব মানুষ শান্তি চায়। সুন্দর বাংলাদেশ চায়। জনগণের মধ্যে দেশপ্রেমেরও ঘাটতি নেই। সংকটের মধ্যেই মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও বাস্তবায়ন হয়নি। জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
ড. কামাল বলেন, দেশে আইনের শাসন থাকতে হবে। দলের লোক অপরাধ করলেও তাকে শাস্তি দিতে হবে।
এ সময় তিনি জনগণের বিভিন্ন দাবি নিয়ে পথসভা ও জনসভা করার ঘোষণা দেন।
নাগরিক শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডা. ফওজিয়া মোসলেম, কামরুল আহসান।