খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তির নতুন ছাতা উন্মোচিত হয়েছে। এই ছাতার নীচে থেকে পাহাড়ের উন্নয়নকে এগিয়ে নিতে হবে।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর ঊশৈসিং। ‘পাহাড়ের উন্নয়ন, ক্ষোভ এবং বিরোধ’ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন ‘সংলাপ এবং সংলাপ, সংলাপই পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।’ খবর বাসসের।