খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: টি-২০তে বাংলাদেশ ব্যাটিং এখনও ধুঁকছে। মার্চে টি-২০ বিশ্বকাপ। তার আগে ব্যাটিং কম্বিনেশন ঠিক করে নেওয়ার অংশ হিসেবে জিম্বাবুয়ে সিরিজে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাবেন কোচ। সিরিজ শুরুর আগে সেই ঘোষণাই দিয়েছেন তিনি। আজ প্রথম ওয়ানডেতে তারই প্রতিফলন দেখা গেল।
সাধারণত তিন নম্বরে ব্যাট করে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু এদিন দেখা গেল ওয়ান ডাউনের পর উইকেটে এসেছেন সাব্বির রহমান। জাতীয় দলে যিনি ৬/৭ নম্বরে ব্যাট করতে নামেন। অবশ্য সদ্য শেষ হওয়া বিপিএলে তিনি ৩ নম্বরে ব্যাট করেছেন। সেখানে গোটা তিনেক ভালো ইনিংসও খেলেছেন।
কোচ হাথুরাসিংহে হয়তো বিপিএল থেকে থেকেই সাহস পেয়েছেন।এদিন সাব্বিরকে তিন নম্বরে পাঠালেন। কোচকে হতাশ করেননি সাব্বির। ৩৬ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস এসেছে তার ব্যাট থেকে। টি-২০তে তাহলে কি এখন থেকে তিন নম্বরেই দেখা যাবে সাব্বিরকে? ওদিকে টেলএন্ডে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩ বলে মাত্র ৭ রান করে ফিরেছেন তিনি।