Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: বাংলাদেশে সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের সব সরকারি দপ্তরে ৩১ শে জানুয়ারির মধ্যে ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে ই-টেন্ডারিং চালু না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও এক প্রজ্ঞাপনের মাধমে সরকার জানিয়েছে।
ই-টেন্ডারিং নিয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। ই-টেন্ডারিং করার উদ্দেশ্য হল টেন্ডার ব্যবস্থাকে ফ্রি অ্যান্ড ফেরার করা। অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে টেন্ডার ডকুমেন্ট নিয়ে গেছে, জোর করে টেন্ডার জমা দিতে দেয় নাই। ই-টেন্ডারিং হলে আর তৃতীয় পক্ষের যুক্ত হবার আর কোন সুযোগ থাকবে না।
এর আগে যখন স্বচ্ছ টেন্ডার বাক্স চালু করেছিলেন তার পরেও নানাভাবে দুর্নীতি হয়েছে প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে। এখন ই-টেন্ডারিংয়ে আগে থেকে কোন প্রভাব বিস্তারের চেষ্টা করা হবে না সেটা কিভাবে নিশ্চিত করা হবে এর উত্তরে খন্দকার মোশারফ হোসেন বলেন, এখন সবাইকেতো পাহারা দেওয়া সম্ভব না। এখন দেশের যে কোন প্রান্তে বসে যে কেউ টেন্ডার ড্রপ করতে পারবে। এর ব্যপকতা বেশি হওয়ায় শৃঙ্খলা বজায় রাখা খুব একটা সহজ হবেনা।
৩১ শে জানুয়ারির মধ্যে স্থানীয় সরকার দপ্তরের অধীনে যতগুলো দপ্তর আছে সবাইকে ই- টেন্ডারিং ব্যবস্থা চালু করতে হবে যদি তারা এই সময়ের মধ্যে ই-টেন্ডারিং ব্যবস্থা চালু না করে তাহলে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন, আইন যদি মানা না হয় তাহলে সরকার থেকে যে টাকা দেওয়া হয় সেগুলো আর দেওয়া হবে না। নানান রকম শাস্তির বিধানতো আছে। কিন্তু কোনটা কার্যকর করা হবে সেটা নির্দিষ্ট করা হয় নাই।
কাজের মানের বিষয়ে বা কাজের ক্ষেত্রে নানা রকম দুর্নীতির বিষয়ে মোশারফ হোসেন বলেন, সেটা তদারকি সবসময় হচ্ছে। পৌরসভা কাজের তদারকির জন্য ইঞ্জিনিয়ার আছে। এখন আমরা নতুনভাবে চিন্তা করছি এসব ইঞ্জিনিয়ারদের এলজিইডির আওতায় নিয়ে আসার জন্য। কাজের মান নিয়ে প্রশ্ন থাকতে পারে।
কাজের ক্ষেত্রে যদি ঠিকাদার ভাল না হয়, তাহলে কাজ খারাপ করার চেষ্টা করে। আমরা চাচ্ছি এলজিইডির ইনভলমেন্ট। যদি থানা লেভেলে কোন কাজ হয় তাহলে জেলা পর্যায়ের এলজিইডির এক্সুকিটিভ ইঞ্জিনিয়ার ঐ কাজটা তদারকি করতে পারবে। জেলা পর্যায়ের কোন কাজ হলে সেটা ডিবিশনাল পর্যায় থেকেও তদারকি করতে পারবে। আমরা নতুন করে চিন্তাভাবনা করছি যাতে কাজের মান ভাল করার বিষয়টা নিশ্চিত করা যায়।