খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: ১৬ জানুয়ারি ২০১৬ইং তারিখে রাজধানীর একটি হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর “শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৬” এর আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিগত বছরের এবং চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ণ ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয় এবং চলতি বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কলা কৌশল নিরূপন এবং দিক নির্দেশনা প্রদান করা হয়। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী ২৪টি শাখা প্রধানকে ক্রেস্ট এবং ৩১টি শাখা প্রধানকে প্রশংসাপত্র প্রদান করে তাদের কর্মের স্বীকৃতি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এ. কে. আজাদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সব সময় তার গ্রাহকদেরকে নিরলস সেবা প্রদান করে আসছে। ব্যাংকিং খাতে অনিয়ম এবং খেলাপি ঋণ-কে অর্থনৈতিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে তিনি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে ব্যাংকিং কর্মকান্ড পরিচালনা এবং সতর্কতার সাথে বিনিয়োগ করার জন্য ব্যবস্থাপকদের পরামর্শ দেন। তাছাড়া তিনি তাঁর বক্তব্যে ২০১৫ সালের সার্বিক ব্যবসায়িক কর্মকান্ডের মূল্যায়ণ করেন এবং ২০১৬ সালের জন্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পূরণে শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ পরিচালকবৃন্দ জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব খন্দকার সাকিব আহমেদ, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব এম. শামসুল হক, ইন্ডিপেনডেন্ট পরিচালক জনাব মোশাররফ হোসেন, বিকল্প পরিচালক জনাব রুকন উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ সেতাউর রহমান, জনাব মোঃ মনজেরুল ইসলাম, জনাব মোঃ শাহ্জাহান সিরাজ, জনাব এম আখতার হোসেন এবং জনাব আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, বিভিন্ন ডিভিশনের প্রধানগণ এবং ৯৩টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
ফটোক্যাপশনঃ
১৬ জানুয়ারি ২০১৬ইং তারিখে রাজধানীর একটি হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর “শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ। ছবিতে অন্যান্যদের মধ্যে পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরমান আর চৌধুরী-কে দেখা যাচ্ছে।