Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: কোচ হিসেবে অভিষেকেই দারুণ এক জয় এনে দেওয়ার পর জিনেদিন জিদানের কাছে সমর্থকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই আরও বেড়েছে। প্রত্যাশার পথে রিয়াল মাদ্রিদের এবারের বাধা অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকা স্পোর্তিং গিহন।
‘পুঁচকে’ গিহনের বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল শিবিরে আত্মবিশ্বাসের কমতি নেই। দুর্দান্ত ফর্মে থাকা আক্রমণভাগে ভর করে আরেকটি বড় জয়ের প্রত্যাশাও করতে পারে তারা। তবে সতর্ক থাকতে হবে জিদানের দলকে; লিগের প্রথম ম্যাচে এই দলের মাঠ থেকেই ড্র করে ফিরতে হয়েছিল প্রতিযোগিতার সফলতম দলটিকে।
লা লিগায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচটি শুরু হবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায়।
দলের বাজে পারফরম্যান্সের কারণে গত ৪ জানুয়ারি রাফায়েল বেনিতেসকে বরখাস্ত করে জিদানকে দায়িত্ব দেয় রিয়াল। কোচ হিসেবে গত শনিবার অভিষেকেই লিগে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে দলকে ৫-০ গোলের জয় এনে দেন জিদান।
গিহনের বিপক্ষে কোনো অঘটনের শিকার হলে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়বে রিয়াল। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪২।
পরিসংখ্যানের দিকে চোখ রাখলে বলা যায়, গিহনের বিপক্ষে রিয়ালের জয় পাওয়া খুব একটা কঠিন হবে না। সবশেষ ৮ ম্যাচের সাতটিতেই হেরেছে গিহন। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টাদশ স্থানে থাকা দলটি গত ৬ ডিসেম্বর লা লিগায় লাস পালমাসকে হারানোর পর আর কোনো ম্যাচ জেতেনি।
রিয়ালের মাঠে সবশেষ চার ম্যাচে মাত্র একটি গোলই পেয়েছে গিহন। আর রিয়ালের বিপক্ষে সবশেষ ১৩ বারের মুখোমুখি লড়াইয়ে জয় মাত্র একটি।
অন্যদিকে, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্তিয়ানো রোনালদোর সমন্বয়ে গড়া ‘বিবিসি’ নামে পরিচিত রিয়ালের আক্রমণত্রয়ী রয়েছে দারুণ ফর্মে। লিগে রিয়াল মাদ্রিদের সবশেষ ১৯ গোলের ১৮টিই করেছে তারা। এর মধ্যে এগিয়ে আছেন বেল; দেপোর্তিভোর বিপক্ষে আগের ম্যাচের হ্যাটট্রিকসহ ৮ গোল তার। বেনজেমা করেন ৬ গোল, রোনালদো ৪টি।
সব মিলিয়ে মৌসুমের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করা দলটির বিপক্ষে এবার বড় জয়ের আশা করতেই পারে রিয়াল। তবে এ ম্যাচে মাঠে নামার আগে একটি ধাক্কা খেয়েছে দলটি; ১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে নিয়ম ভাঙায় আগামী দুই দলবদলের মৌসুমে খেলোয়াড় চুক্তিবদ্ধ করায় রিয়ালকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।