খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: মালিতে পৃথক দুটি হামলায় দুই সৈন্য ও এক রক্ষীসহ পাঁচজন নিহত হয়েছে। সরকার ও সেনাসূত্রে একথা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা সূত্রে বলা হয়েছে, প্রথম ঘটনাটি শুক্রবার মালির উত্তরাঞ্চলে ঘটে। ত্রাণবাহী একটি গাড়ির বহরে আকস্মিক হামলা চালানো হলে দুই সৈন্য নিহত হয়। সৈন্যরা ওই ত্রাণের বহরটিকে দু’পাশ থেকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলো। খবর বার্তা সংস্থা এএফপির।
একই এলাকায় এক সুইস নাগরিককে অপহরণ করার মাত্র এক সপ্তাহ পর হামলার ঘটনাটি ঘটল। স্থানীয় এক সামরিক সূত্র জানিয়েছে, ত্রাণ বহরে হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ বেঁধে যায়। এতে দুই হামলাকারীও প্রাণ হারায়। মরু নগরী তিম্বাকতু থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০মাইল) দূরে এ ঘটনা ঘটে। মালির এক নিরাপত্তা সূত্র নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর এক সূত্র জানায়, মালির মধ্যাঞ্চলীয় মোপতি অঞ্চলের একটি বিপণী বিতানে শুক্রবার রাতে দ্বিতীয় হামলাটি চালানো হয়।
স্থানীয় এক নারী পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা ওয়াটার অ্যান্ড ফরেস্ট এজেন্সির এক রক্ষীকে হত্যা করেছে। তিনি আরো বলেন, সশস্ত্র ইসলামপন্থীরাই এই হামলা চালিয়েছে। হামলা চালানোর সময় তারা চিৎকার করে আল্লাহু আকবার স্লোগান দেয়। ৮ জানুয়ারি সুইস নাগরিক বেয়াট্রিস স্টোকলিকে তার তিম্বাকুস্থ বাড়ি থেকে অপহরণ করা হয়।