খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: প্রিয় স্মার্টফোনটির জন্যে একটি ভালো মানের হেডফোন পছন্দ করা বেশ কঠিন বিষয়। অসংখ্য হেডফোন বাজারে রয়েছে। এখানে সেরা মানের কয়েকটি হেডফোনের কথা তুলে ধরেছেন প্রযুক্তি বিশারদরা।
১. স্কালক্যান্ডি স্কোকিন’ বাডস কালো হেডফোনটিতে ময়েশ্চারে কিছুই হবে না। কাজেই ঘামলেও সমস্যা নেই। উন্নত মানের হেডফোনটি কানের ক্যানেলে বেশ মিলে যায়। অনলাইন স্টোর আমাজনে এর দাম ১৬ পাউন্ড।ংশঁষ
২. মার্লে চান্ট : আমাজনে দাম ২৭ পাউন্ড। রিসাইকেল্ড প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম থেকে প্রস্তুতকৃত হেডফোনটিতে রয়েছে বব মার্লের স্মৃতি। দারুণ শব্দ দেয়। কাঠের হাউজিংয়ে ঐতিহ্য ধরে রাখা হয়েছে।সধৎষব
৩. শুলেস ইয়ারফোনস : আমাজনে দাম ৪ পাউন্ড। দেখলে মনে হবে জুতার ফিতার সঙ্গে ইয়ারফোন লাগিয়ে দেওয়া হয়েছে। অন্যরকম একটা জিনিস। দাম অনেক কম। কিন্তু উন্নত পারফরমেন্স।
৪. বাওয়ের অ্যান্ড উইলকিনস সি৫ সিরিজ ২ : দাম পড়বে ১৫০ পাউন্ড। নির্মাতার সর্বসাম্প্রতিক পণ্য। দাম বেশ চড়া। কিন্তু পারফরমেন্স অদ্ভুত। ট্যাংস্টেন ওয়েট কাউন্টারের মাধ্যমে কানের মধ্যে ফোন দুটো দারুণ ভারসাম্য করে।ইধড়বৎ
৫. টেড বাকের ডোভার : ৪৫ পাউন্ডের হেডফোনটি উন্নত বেজ সাউন্ডের সঙ্গে দেবে উষ্ণ মিউজিকের অভিজ্ঞতা। এর সঙ্গে রয়েছে ট্রাভেল কেস। তিনটি ভিন্ন আকারের ইয়ার বাডস রয়েছে এতে।ঃবফ
৬. শুরে এসই২১৫ : দাম ৭৪ পাউন্ড। হেডফোনের মূল অংশ তার থেকে বিচ্ছিন্ন করা যাবে। ফলে ভেঙে গেলে ইয়ারফোন অংশ কিনে নিলেই চলবে। শব্দের মান উন্নত।
৭. মিউজিক্যাল ফিডেলিটি ইবি-৩৩ : দাম ৩০ পাউন্ড। নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি না থাকলেও বাইরের বিরক্তিকর বহু শব্দ রোধ করে দেয়।সঁংরপধষ
৮. মনস্টার আইস্পোর্ট স্ট্রাইভ : দাম ৪০ পাউন্ড। শহুরে মানুষ যারা সাইক্লিং করেন কিংবা জগিং, এই হেডফোনটি দারুণ জিনিস। তবে দৌড়ানো বা সাইক্লিংয়ের সময় আশপাশের গাড়ির হর্ন কানে ঠিকই আসবে। রাস্তার মাঝে একেবারে বধির করে দেবে না আপনাকে।সড়হংঃবৎ
৯. জাব্রা স্পোর্টস পালস : দাম ১৪০ পাউন্ড। দাম বেশি হলেও একে বলা হয় বুদ্ধিমান পশু। আপনার হৃদস্পন্দন পরিমাপের মাধ্যমে দৈহিক অবস্থা বুঝে পারফরমেন্স করবে। সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে একে ভয়েস কোচ হিসাবে কাজে লাগাতে পারবেন।
১০. সেনহেইজার মোমেন্টাম ইন-ইয়ার : দাম ৯০ পাউন্ড। ঝকঝকে আওয়াজের সঙ্গে থাকছে উন্নত মানের বেজ। এতে আছে ইন-লাইন রিমোট এবং মাইক্রোফোন।পবহযধরমবৎ
১১. ব্যাং অ্যান্ড ওলুফসেন এইচ৩ : ১৪৯ পাউন্ড মূল্যের হেডফোনটি ডিজাইন করেছেন জেসন ওয়াগনার। উচ্চ মানের উপাদান দিয়ে বিলাসী করা হয়েছে একে। পারফরমেন্স বলার অপেক্ষা রাখে না।নধহমবহফ
১২. অ্যাটমিক ফ্লয়েড সুপারডার্টস : ১৮২ পাউন্ড দাম। দুই স্পিকারের হেডফোন মানে শব্দের মান সেরা। দুই উপায়ে নয়েজ আইসোলেশন মানে পুরো গান আপনার কানেই থাকবে, টিউবে নয়।ধঃড়সরপ
১৩. আরএইচএ টি১০আই : স্টেইনলেস স্টিল দিয়ে হাতে বানানো হয়েছে এটি। এর গুণগত মান নিশ্চিত করা হয়েছে নিষ্ঠার সঙ্গে। আছে ৩ বছরের ওয়ারেন্টি। সূত্র : ইনডিপেনডেন্ট