Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিশ্ব ইজতেমায় আগত দেশী ও বিদেশি সব মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইজতেমা শেষে যেসব বিদেশী মুসল্লি ৪০ বা তার বেশী দিন সময় বাংলাদেশে অবস্থান করবেন তা পুলিশের পর্যবেক্ষণের আওতায় রাখা হবে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার দুপুরে ইজতেমাস্থল পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ট্রেনিং) মো: মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী, গাজীপুরের পুলিশ সুপার মো: হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ। আইজিপি আরো বলেন বিদেশী মুসল্লিদের অনুরোধ করা হয়েছে তারা যেসব এলাকায় চিল্লায় জাবেন তাদের নিরাপত্তা দিবেন পুলিশ।
এমনকি বিদেশী মুসল্লিগণ যদি পল্লী এলাকাতেও যান সেখানে পুলিশ তাদের পর্যবেক্ষনে রাখবে এবং নিরাপত্তা দেবে সে তালিকা যেন পুলিশকে দেয়া হয়। এ কে এম শহীদুল হক বলেন, বিশ্ব ইজতেমায় মুসল্লিরা আসেন শান্তি কল্যাণ ও মুসলিম উম্মার কল্যানের জন্য। এখানে কোন দুস্কৃতিকারী কোন ধরনের কিছু করবে তার সাহস পাবেনা তাদের সে সামর্থ্যও নেই। ইজতেমাকে ঘিরে তাই কোন ধরনের আশংকা নেই। পুলিশ প্রধান বলেন, জনগণ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পছন্দ করেন না। উল্লেখ্য,আগামীকাল রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৬ সালের বিশ্ব ইজতেমা।