Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: মার্কিন গোপন তথ্য হাতিয়ে নিয়ে চীন সামরিক রোবট তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। আর এ পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন আমেরিকার কর্মকর্তারা। হাতিয়ে নেয়া মার্কিন তথ্যের ভিত্তিতে চীন গোপন সামরিক রোবটসহ নানা যন্ত্র তৈরি করছে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়। খবর- রেডিও তেহরান।
চীন-মার্কিন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশন চীনের সামরিক এবং শিল্প বিষয়ক রোবট সংক্রান্ত সক্ষমতা নিয়ে প্রতিবেদন দেয়ার জন্য বিশ্লেষকদের প্রতি আহ্বান জানিয়েছে। এ প্রতিবেদন জরুরি ভিত্তিতে দেয়ার জন্য এ আহ্বান জানানো হয়। এ আহ্বানে বলা হয়েছে, চীন কোথা থেকে রোবটবিদ্যা অর্জন করেছে প্রতিবেদনে তাও উল্লেখ করতে হবে।
এ ছাড়া, সামরিক খাতে রোবট ব্যবহারের ক্ষেত্রে চীন কোন্ কোন্ ক্ষেত্রে এগিয়ে আসে তাও উল্লেখ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সাইবার হামলা চালিয়ে চীন রোবট সংক্রান্ত বিদ্যা অর্জন করেছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে রোবট সংক্রান্ত গবেষণায় নিয়োজিত চীনা সংস্থাগুলোর নামও বের করতে চাচ্ছে মার্কিন সরকার। চীনের সেনাবাহিনী গণমুক্তি ফৌজের সঙ্গে এ সব গবেষণা সংস্থার কোনো যোগসাজশ আছে কিনা তাও খতিয়ে দেখতে চায় মার্কিন সরকার।