Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: মহানগরের দেওভোগ এলাকায় একই পরিবারের পাঁচজনকে গলাকেটে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনের নাম দেলোয়ার হোসেন, তিনি নিহত মোরশেদুলের খালতো ভাই। প্রথমিক জিজ্ঞাসাবাদের জন্য এ দুই জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন।
শনিবার রাতে পুলিশ ২নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের বাড়ি থেকে ওই পাঁচজনের লাশ উদ্ধার করে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। নিহতদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী এবং দুটি শিশু রয়েছে।
তারা হলো- তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া (২৫)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিনসহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।