খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: দলের প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে উঠতে না পারায় সমালোচনার মুখে পড়লেও ক্রিশ্চিয়ানো রোনালদো জিনেদিন জিদানকে পাশেই পাচ্ছেন। রিয়াল মাদ্রিদ কোচের কাছে এখনও এই পর্তুগিজ ফরোয়ার্ডই বিশ্বসেরা।
শনিবারের সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘রোনালদো ভালো করছে। তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তার প্রতি আমি খুবই সন্তুষ্ট। আমার কাছে রোনালদো এখনও বিশ্বের সেরা।’
ম্যাচের আগের এই সংবাদ সম্মেলনে রোনালদোর প্রসঙ্গে জিদান আরো বলেন, ‘সে ফল নির্ধারক খেলোয়াড়। তাকে নিয়ে সব সময়ই কথা হয়, কিন্তু আমি তাকে নিয়ে খুশি।’