Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: টঙ্গীর ইজতেমা স্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে গাজীপুর শহরের একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বোমা পাওয়া গেছে, যেগুলো সময় বা দূর নিয়ন্ত্রিত বলে পুলিশের ধারণা।
রোববার ভোরে কুনিয়াপাড়া তারগাছ এলাকায় বালুর মাঠে ওই পাঁচটি বোমা ও রিমোট কন্ট্রোল পাওয়া যায়।
টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে দুপুরে গাজীপুরের এসপি মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি সাংবাদিকদের জানান।
লাল, সবুজ ও হলুদ রঙের টেপ দিয়ে মোড়া পাঁচটি বোমায় ঘড়ি বসানো রয়েছে। এছাড়া অসম্পূর্ণ আরও দুইটির অংশও ছবিতে দেখা যায়।
শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে ভোর পৌনে ৫টার দিকে জয়দেবপুর থানা পুলিশ বোমাগুলো ও রিমোট কন্ট্রোল উদ্ধার করে।
পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানান এসপি।
তিনি বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য একটি গোষ্ঠী বোমা বহন করছিল। পুলিশের ব্যাপক তৎপরতার কারণে দুর্বৃত্তরা সেগুলো ফেলে পালিয়ে গেছে।
তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে বলে জানান তিনি।