Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচার দাবি করে নৌ পরিহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, একাত্তরে পরাজয় মেনে নিতে না পেরে পাকিস্তান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই অংশ হিসেবে পাকিস্তান সরকার ও ঢাকায় পাকিস্তানি দূতাবাস ষড়যন্ত্র করছে।
রবিবার রাজধানীতে যুদ্ধাপরাধী ১৯৫ পাকিস্তানি সেনা কর্মকর্তার গণবিচারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক শাজাহান বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে শুরু করার সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীদের নোংরা চেহারা প্রকাশ পাচ্ছে।
১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচার ও পাকিস্তান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য ৩১ মার্চ সোহরাওয়ার্দীতে গণবিচারের আয়োজন করা হয়েছে বলে জানান শাজাহান খান।
এসময় জামায়াতে ইসলাম ও এর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অপসারণসহ ২১ দফা দাবি নিয়ে আন্দোলনের ডাক দেন তিনি।