Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। এই সরকার সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। রবিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এসএম ইয়াসিরকে দেখার পর সাংবাদিকদের কাছে এ তিনি কথা বলেন। এরশাদ বলেন, ঘরে বাইরে রাস্তায় কোথাও মানুষের নিরাপত্তা নেই।
আমার দলের একজন জনপ্রিয় নেতাকে মেরে ফেলা উদ্দেশ্যে দিনে দুপুরে তার ওপর হামলা করা হয়েছে। এঘটনার প্রতিবাদে হরতাল ঘোষণা করা হয়েছে। হরতালে সমর্থন দিয়ে এরশাদ বলেন, এ ঘটনার প্রতিবাদে জাতীয় পার্টি আন্দোলনে নেমেছে। আমরা আন্দোলন করছি। জনগণকে বলবো ওই দিন কাজে আসবে না।তিনি এ ঘটনায় তদন্ত করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এসময় সাবেক মন্ত্রী জিএম কাদেরসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।