Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারের পাঁচ জনকে খুনের ঘটনায় নিহতদের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। আজ রবিবার বেলা সোয়া ২টার দিকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে এই ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত সম্পন্ন করে ডা. আসাদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের শিকার পাচঁজনকে গলা কেটে নয়; তাদের তিনজনকে শ্বাসরোধ করে ও দুইজনকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে নারায়ণগঞ্জের বাবুরাইলে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়।
নিহতরা হলেন- গৃহবধূ তাসলিমা (৪০), তার ভাই মোরশেদুল ইসলাম (২২), জা লামিয়া (২৫), ছেলে শান্ত (১০) ও মেয়ে সুমাইয়া (৫)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। শহরের ২ নম্বর বাবুরাইলের ৫ তলা বাড়ির নিচতলায় এই লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়। বাড়িটি যুক্তরাষ্ট্র প্রবাসী ইসমাইল হোসেনের। নিহতরা ওই বাড়িতে ভাড়া থাকতো। হত্যাকাণ্ডের পর সিআইডির ক্রাইম সিন টিমের তদন্ত ও সুরতহাল শেষে শনিবার রাত ৩টার দিকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এদিকে নিহত গৃহবধূ তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে রবিবার বেলা সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচজনকে আটক করেছে। এদের একজনের নাম শফিক ও দোলোয়ার বলে জানা গেলেও বাকিদের নাম নিশ্চিত করেনি পুলিশ।