খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন এবং সব ধরনের মূল্যসূচক কমেছে। ডিএসইতে আজ রোববার ৩২২ টি কোম্পানির ১৬ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার ২৭২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৫১২ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৩৭৩ টাকা।
যা আগের দিনের চেয়ে ১৭৯ কোটি ৯৬ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২০.১২ পয়েন্ট কমে ৪৬৭৪.৮৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৩৮ পয়েন্ট কমে ১৭৫৩.৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৬৭ কমে ১১১৮.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২২ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১০ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, গোল্ডেন সন্স, আইটিসি, অলটেক্স ইন্ডাঃ, ঢাকা ডাইং, কাশেম ড্রাইসেল, স্কয়ার ফার্মা ও তাল্লু স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ভ্যানগার্ড এএমএল মি. ফা. ১, তাল্লু স্পিনিং, আইটিসি, জিপিএইচ ইস্পাত, অলটেক্স ইন্ডাঃ, ঢাকা ডাইং, বিডি ওয়েল্ডিং, ইস্টার্ন লুব্রিকেন্টম, আনোয়ার গ্যালভানাইজিং ও মিরাক্যাল ইন্ডাঃ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো :এসইএমএল লেকচার ইকুইডি ম্যানেঃ, ইউনাইটেড ইন্সুঃ, মেঘনা কনডেন্সড মিল্ক, ইন্টাঃ লিজিং, সেন্ট্রাল ইন্সুঃ, এমারেল্ড অয়েল, ফেডারেল ইন্সুঃ, পাওয়ার গ্রীড, প্রগতি ইন্সুঃ ও অলিম্পিক এক্সেসরিজ।