Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
বিশ্বে বায়ু দুষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে
বিশ্বে বায়ু দুষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে

খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: বিশ্বের অনেক শহরে বায়ু দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌছাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির জনস্বাস্থ্য বিভাগের প্রধান, ড. মারিয়া নেইরা বলছেন, বায়ু দূষণের কারণে অকাল মৃত্যু এবং দীর্ঘমেয়াদী রোগ বাড়ছে।
এ ধরণের রোগের চিকিৎসা ব্যয়ও বেড়ে যাচ্ছে। দুই হাজার শহরের উপর গবেষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এমন অনেক শহরে মানুষজন বসবাস করছে, যেখানে বায়ু দুষণ স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার উপরে চলে গেছে। সম্প্রতি চীনের বেইজিং শহরে বায়ু দূষণের মাত্রা রেকর্ড ছাড়িয়ে যায়। বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য এসব দেশের সরকারের প্রতি পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।