Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার গোয়েন্দাদের দিয়ে পাড়া-মহল্লা ও বস্তি থেকে টোকাই ও উচ্ছিষ্টদের ধরে এনে বিএনপি কার্যালয় দখলের চেষ্টা করছে। বিএনপি যাতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না সেজন্য সরকার এ ধরনের হীন কৌশল ও অপচেষ্টা করছে।
আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ‘আসল বিএনপি’ পালিয়ে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী আহমেদ বলেন, সরকার গোয়েন্দাদের দিয়ে পাড়া-মহল্লা ও বস্তি থেকে কিছু অপকৃষ্ট-নিকৃষ্ট ও টোকাইদের ধরে এনে বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে মিছিল করিয়ে প্রমাণ করতে চায়, এরা বিএনপির আরেকটি অংশ। এটি করলে তারা বিএনপি হয়ে যাবে না। বিএনপি কোনো চিনামাটির বাসন ও মেলামাইনের থালা নয় যে, ফেলে দিলেই ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে।
বিএনপি ইস্পাত-কঠিন ঐক্যের জাতীয়তাবাদী শক্তির দল। রিজভী বলেন, সরকার জনবিছিন্ন হয়ে একের পর এক নাটক ও ষড়যন্ত্র করছে। কয়েকদিন আগেও রাস্তার কিছু টোকাই দিয়ে পার্টি অফিসে হামলা করা হয়। এরআগেও অনেককে দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা হয়েছে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দলটির একমাত্র ধারক-বাহক। তার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হচ্ছে এবং হবে। সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনারা যদি এমন নিকৃষ্ট কর্মকাণ্ড অব্যাহত রাখেন তাহলে জনগণ আপনাদের বিচার করবে।
আর জনগণের সে বিচারের রায় হবে ভয়ঙ্কর । সেই রায়ে আপনারা মাজা সোজা করে দাঁড়াতে পারবেন না। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ প্রমুখ।