খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : কর্মবিরতির সপ্তমদিনে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার জন্য আজ বিকালে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষক সমিতির ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন তারা। নয় মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে অবনমন এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। পরে শিক্ষকদের দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন।
বৈঠকে অর্থমন্ত্রী শিক্ষকদের তিনটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্র“তি দিলেও ১০ দিন পর প্রকাশিত গেজেটে তার প্রতিফলন দেখা যায়নি, অভিযোগ শিক্ষকদের। শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড-সমস্যা নিরসনের দাবিতে গত কয়েক মাস থেকে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলোচনার উদ্যোগের না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।