Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
Agrani_bank_logo_700564138খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : সানমুন গ্রপের ঋণ অনিয়মের ঘটনায় অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে ব্যাংকটির সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।রোববার অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান জায়েদ বখত।তিনি বলেন,বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, ওই কর্মকর্তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।আমরা সেই নির্দেশনা পরিপালন করেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ওই ঋণের বিষয়ে আলাদা তদন্ত করা হবে বলেও জানান অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ।
বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে সানমুন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩০০ কোটি টাকার ঋণ বিতরণে অনিয়ম ধরা পড়ে। মিজানুর রহমান খান ওই ঋণ বিতরণের সময় প্রিন্সিপাল শাখার মহাব্যবস্থাপক ছিলেন।কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ধরা পড়ে তিনিসহ প্রিন্সিপাল শাখার নয় জন কর্মকর্তার যোগসাজশে সানমুন গ্রুপ ওই ঋণ নেওয়ার সুযোগ পায়।
এরপর কেন্দ্রীয় ব্যাংক এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যের সমন্বয়ে কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
নির্দেশের প্রেক্ষিতে অগ্রণী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আরাস্তু খানের নেতৃত্বে মো. আব্দুস সবুর,বলরাম পোদ্দার ও আলতাফ হোসেন মোল্লার কমিটি তদন্ত করেন। এই কমিটিও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একমত পোষণ করে।
ব্যাংকটির অডিট কমিটি বলেছে, কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম হলে বিদ্যমান আইন অনুযায়ী দায়ী ব্যক্তিরা শাস্তি পাবেন। অভিযোগের গুরুত্ব বিবেচনায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হামিদ কর্তব্য ছিল দায়ীদের সাসপেন্ড করে তদন্ত কমিটির মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া। কিন্তু তিনি তা না করে শুধু সতর্ক করেছেন, যা কমিটির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
এ ঘটনায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিয়ে অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।