খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : উপকূলে সোমবার ভাড়া করা একটি নৌযানে আগুন ধরে যাওয়ায় ৫৭ জন যাত্রী ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ একথা জানায়।
পর্যটক বোঝাই নৌযানটি বে অব প্লেন্টির সক্রিয় আগ্নেয়গিরি হোয়াইট আইল্যান্ড থেকে ফিরে আসার সময় এতে আগুন ধরে যায়।
নর্থ আইল্যান্ডের হোয়াকাটান বন্দরের প্রায় এক কিলোমিটার দূর থেকে নৌযানটির ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে দেখা যায় এবং দ্রুত তা নৌযানটিতে ছড়িয়ে পড়ে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘নৌযানে আগুন ধরে যেতে দেখে যাত্রী ও ক্রুরা বাধ্য হয়ে পানিতে লাফ দেয়।’
পরে কোস্টগার্ডের একটি নৌযান ও স্থানীয় ছোট কয়েকটি নৌকার সাহায্যে পানি থেকে এসব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়।
পানিতে লাফিয়ে পড়া সকলকে উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে সেখানে পানির উপর দিয়ে হেলিকপ্টার চক্কর দেয় ।
এ ঘটনায় ধোঁয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় একজনকে হাসপাতালে নেয়া হয়েছে এবং নৌযান থেকে লাফ দেয়ার সময় অপর একজন সামান্য আহত হয়েছে।
অগ্নিকান্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।