খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : রাজধানীর হাজারীবাগে রায়ের বাজার বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকাল ৯টা ৩৮মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের বিষয়টি জানান, ফায়ার ইন্সপেক্টর পলাশ চন্দ্র।
তিনি বলেন, শিকদার মেডিকেলের পাশে ওই বস্তিতে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ৭টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। এছাড়া বস্তির লোকজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এখনো হতাহতের খবর পাওয়া যায় নি।