Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : অষ্টম জাতীয় স্কেলের বেতন কাঠামো নিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াত থাকলেও এ নিয়ে আলোচনার সম্ভাবনা খুব একটা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এ দাওয়াতের কোনো ভিন্নতা নেই। এটা আমরা প্রতিবছর প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়ে থাকি। আজকের এ দাওয়াত তারই ধারাবাহিকতার অংশ।
ফরিদ জানান, চা-চক্রে অন্য অনেকেই অংশ নেবেন। এ কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা খুবই কম। পরবর্তীতে এ নিয়ে আলোচনা হতে পারে। আজ সোমবার দুপুরে কলাভবনসংলগ্ন বটতলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি অধ্যাপক ফরিদ এ কথা বলেন।
ফরিদ উদ্দিন বলেন, গতকাল আমরা শিক্ষাসচিবের কাছে দুটি প্রস্তাবনা দিয়েছি। তিনি আমাদেরকে প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করবেন বলে আশস্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য ড. নিজামুল হক ভুইয়া।