খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : ম্যাগি নুডলস খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মেটাতে গিয়েছিলেন মা। কিন্তু ছেলেদের হাতে বেদম মারে মর্মান্তিক মৃত্যু হল বৃদ্ধা মায়ের। মৃতের নাম মঞ্জু সাক্সেনা (৭০)। ভারতের উত্তরাখণ্ডে এই ঘটনাটি ঘটেছে। বাড়ির পাশের একটা খেত থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশীরা অভিযোগ দায়ের করার পরই গ্রেপ্তার করা হয়েছে ওই দুই ভাইকে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ছোটবেলা থেকেই দুই ভাই বদমেজাজি। নিজেদের মধ্যে তো বটেই, মায়ের সঙ্গেও তাদের প্রায়ই ঝামেলা হতো। গত ১০ জানুয়ারি দুই ভাইয়ের মধ্যে ম্যাগি খাওয়া নিয়ে ঝগড়া চরমে পৌছায়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। বিষয়টি সামাল দিতে আসেন মা মঞ্জুদেবী। তখনই দুই জনের রাগ গিয়ে পড়ে মায়ের উপর। অভিযোগ উঠেছে, দুই জনেই উত্তেজিত হয়ে মাকে বেদম মারধর করে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রতিবেশীরা আরও অভিযোগ করেন, তার পর দুই ভাই মিলে মঞ্জুদেবীকে খেতে ফেলে দিয়ে আসে। পরের দিন মঞ্জুদেবীর দেহ উদ্ধার হওয়ার পরেই প্রতিবেশীরা বিক্ষোভে ফেটে পড়েন। দুই ভাইকে ধরে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা