খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১৩ সালের স্পট ফিক্সিং কাণ্ডের কারণে আজীবন নিষিদ্ধ হলেন রাজস্থান রয়্যালসের সাবেক স্পিনার অজিত চান্দিলা। ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে আর কখনো অংশ নিতে পারবেন না তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ব্যাটসম্যান হিকেন শাহকে নিষিদ্ধ করা হয়েছে ৫ বছরের জন্য। একজন খেলোয়াড়কে অবৈধ প্রস্তাব দেয়ার কারণে ২০১৫ সালের জুলাইয়ে নিষিদ্ধ করা হয়েছিল হিকেনকে। এই নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
২০১৩ সালের মে মাসে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল চান্দিলাকে। আইপিএলে অবৈধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তখন তার সাথে গ্রেপ্তার হয়েছিলেন রয়্যালসের সাবেক খেলোয়াড় শ্রীশান্ত ও অঙ্কিত চাভান। তাদের ২০১৩’র সেপ্টেম্বরে নিষিদ্ধ করেছিল বিসিসিআই। চান্দিলাকে তখন নিষিদ্ধ করা হলেও এই প্রথম তাকে সুনির্দিষ্ট শাস্তি দেয়া হলো। পুলিশের হেফাজতে ছিলেন বলে চান্দিলাকে দীর্ঘদিন তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারেননি। তাই তার শাস্তি শোনাতেও দেরী হলো।