খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : ইরানে মুক্তি পাওয়া চার মার্কিন নাগরিকের মধ্যে তিনজন রোববার জার্মানি এসে পৌঁছেছেন। তারা সেখানে একটি সামরিক ঘাঁটিতে রয়েছেন বলে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, মুক্তি পাওয়া ব্যক্তিরা জেনেভায় সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর জার্মানি এসে পৌঁছেছেন। তারা প্রত্যেকে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, জার্মানিতে এসে পৌঁছানো তিন জনের মধ্যে রয়েছেন ওয়াশিংটন পোস্টের তেহরান সংবা“াতা জ্যাসন রেজাইয়ান, খ্রীস্টান যাজক সায়ীদ আবেদিনি ও সাবেক মার্কিন নৌ সেনা আমির হেকমতি। জ্যাসন রেজাইয়ান প্রায় ১৮ মাস ইরানের কারাগারে ছিলেন। এক টুইটার বার্তায় কেরি বলেন, জ্যাসন রেজাইয়ান, সায়ীদ আবেদিনি ও আমির হেকমতি রোববার জার্মানি এসে পৌঁছেছেন। তারা শিগগিরই তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন। বন্দী বিনিমিয় চুক্তির আওতায় তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।
এছাড়া অপর মার্কিন নাগরিক নসরাতুল্লাহ খোসরাভি-রোদসারিও বন্দী বনিমিয় চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন বলে কেরি নিশ্চিত করেন। তিনিও ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশের নাগরিক। এদিকে অপর আমেরিকান ম্যাথিও ত্রিভিথিক অন্য প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন। কেরি বলেন, ‘আজ সব মার্কিন নাগরিক তাদের মুক্তির উৎসব করছেন।’ সুইজারল্যান্ডের একটি বিমানে তিন মার্কিন নাগরিক গ্রিনিচ সময় ১৭ টায় তেহরান থেকে জেনেভা এসে পৌঁছান। এরপর তারা অন্য একটি বিমানে জার্মানিতে যান।