খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : অবিশ্বাস্য হলেও সত্যি! ফেসবুকে সেলফি পোস্ট করে ১৫ বছরের জেল হল আমেরিকার টেনেসির এক বাসিন্দার। ডেইলি টাইমস ও বিজিআর নিউজ রিপোর্ট-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ফেসবুকে বন্দুক হাতে এক সেলফি পোস্ট করেছিল মালিক ফার্স্ট বর্ন আল্লা ফারাদ।
বে আইনি অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় সংশোধনাগারে তাকে প্রায় সাড়ে পনের বছর বন্দী থাকতে হবে। গত বৃহস্পতিবার তাকে এই সাজা দিয়েছে আদালত। ফারাদের বিরুদ্ধে অপরাধের অনেক রেকর্ড রয়েছে। ১৪ বছর বয়সে প্রথম দোষী হয় সে। তারপর একাধিক অপরাধে সে গ্রেফতার হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে।- সংবাদমাধ্যম