খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসনিম। মাশরাফির ভীষণ ভক্ত তিনি। তাসনিমের দেশের বাড়ি যশোরে। সেখান থেকেই খুব সকালে রওয়ানা হয়ে খুলনায় এসেছেন মাশরাফিকে নিয়ে দেবব্রত মুখোপাধ্যায় লেখা বই ‘মাশরাফি’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো সতীর্থ খেলোয়াড়দের নিয়ে মাশরাফির প্রশ্নত্তোর পর্ব। ওখানেই সবাইকে চমকে দিয়ে হাত তোলেন মাশরাফি ভক্ত তাসনিম। ‘কখনও নক্ষত্র ছুঁয়ে দেখতে পারিনি, আমার সামনে বসে আছেন নক্ষত্র। স্যার আপনাকে একবার ছুয়ে দেখতে পারি’-এভাবে অনুষ্ঠানে আগত সাংবাদিক ও ক্রিকেটারদের দৃষ্টি কেড়ে নেন তাসনিম। সেই সঙ্গে মাশরাফির কাছে প্রশ্ন রাখেন, ‘ভবিষ্যতে আপনার জীবনী নিয়ে কোনও সিনেমা হতে পারে কিনা?’
ভক্তের আবদার রাখতে তাকে মঞ্চে ডাকেন মাশরাফি। তবে চিরাচরিত বিনয়ের সঙ্গে লাজুক মাশরাফি অনুরোধ করেন তাকে ‘স্যার’ না ডাকতে। সেই সঙ্গে অটোগ্রাফ-ফটোগ্রাফ সব কিছুর বায়না পূরণ করেন টাইগার অধিনায়ক।
শারীরিক ভাবে প্রতিবন্ধী তাসনিম ২০০৬ সাল থেকে মাশরাফির ভক্ত। মাশরাফির ভিউ কার্ড থেকে শুরু করে সব কিছুই সংগ্রহে আছে তার।