খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: স্বতন্ত্র্য পে-স্কেলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি টানা অষ্টম দিনেও অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। ফলে আন্দোলনের আট দিনে জবির বিভিন্ন বিভাগের অন্তত ৪৪টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও সমাবেশ করেন শিক্ষকরা।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। সেশনজটের দায়ভার সরকারকে বহন করতে হবে। কেননা এই অচলাবস্থার সমাধান একমাত্র সরকারই করতে পারে। তবে আমরা অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে পুষিয়ে নেয়ার চেষ্টা করব।