খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: মাত্র দুই হাজার টাকার জন্য নিজ সন্তানকে খুন করল বাবা। ভারতের মহারাষ্ট্রের নাসিক শহরের কাছে নিফাড় থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সামসুল শাফিকমিঙায় (৫০) সঙ্গে খুব তুচ্ছ বিষয়ে রাগ হয় তার ছেলে ফিরোজ আলম সামসুল হকের। বিহারে দেশের বাড়িতে যাবে বলে ছেলে ফিরোজের কাছে দু’হাজার টাকা চেয়েছিল সামসুল। সেই টাকা দিতে অস্বীকার করায় ছেলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে সামসুল। ঘটনাটি ঘটে চলতি মাসের দশ তারিখে।
গুরুতর জখম অবস্থায় নাসিকের সিভিক হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজকে। এক সপ্তাহের লড়াইয়ের পর গত রবিবার মৃত্যুর কাছে হার মানে ফিরোজ। অভিযুক্ত সামসুলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। সেইসঙ্গে তার খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ।