খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে বাস উপহার দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ১৮ জানুয়ারি, বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট বাসটি হস্তান্তর করেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুস সালাম। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেেেব উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহামাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম জোন প্রধান ও ইভিপি মুজিবুল কাদের, আগ্রাবাদ শাখা ব্যবস্থাপক মোঃ আকতার কামাল, স্টেশন রোড শাখা ব্যবস্থাপক মোঃ শওকতুল আলম, জুবিলি রোড শাখা ব্যবস্থাপক মোঃ শামশুল হুদা বাবর, মুরাদপুর শাখা ব্যবস্থাপক মোঃ সালামত উল্লাহ, হাটহাজারী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক, হালিশহর শাখা ব্যবস্থাপক মোঃ মমতাজুল হক, ওআর নিজাম রোড শাখা ব্যবস্থাপক মোঃ তৌহিদুল আলম, পদুয়া শাখা ব্যবস্থাপক মোঃ আবদুর রশিদ, পথেরহাট শাখা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন, এসপিও, আজাদী বাজার শাখা ব্যবস্থাপক মোঃ অহিদুল আলম প্রমুখ।