Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
fakhrul_dhakareport_25286খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন মঙ্গলবার মির্জা ফখরুল ও গয়েশ্বর চন্দ্র রায় শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। ২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করে পুলিশ।
২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।