খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: পুলিশ মানবাধিকার লঙ্ঘন করে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহা-পরিদর্শক(আইজিপি) একে এম শহিদুল হক। আজ মঙ্গলবাল বিকালে ঢাকা জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগনকে সামনে রেখে রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারের আমিনবাজারে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে লাঞ্চিত করার ঘটনার ব্যাপারে আইজিপি বলেন, হাইকোর্টের নির্দেশনাই মেনে নিবে পুলিশ। তিনি আরো বলেন, সংবিধানে যে মৌলিক মানবাধিকারের কথা বলা হয়েছে পুলিশই সেই মানবাধিকার প্রতিষ্ঠা করে। কোনো সংস্থা বা সংগঠন প্রতিষ্ঠা করলেই মানবাধিকার রক্ষা হয় না। তবে কোনো পুলিশ সদস্য মানবাধিকার লঙ্ঘন করলে তার প্রতি তাঁরা (পুলিশ) অত্যন্ত নির্মম হন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ছাড়াও পুলিশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের মনোবল ও মান-ইজ্জত নষ্ট না করার জন্যও মিডিয়ার প্রতি আহ্বান জানান আইজিপি শহিদুল হক।
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার) এর সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক, মিরপুরের এমপি আসলামুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. নূরুজ্জামান শেখ, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম, সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মোল্ল্যা। সন্ধ্যার পর দ্বিতীয় পর্বে মাদক বিরোধী কনসার্ট এর মধ্যদিয়ে সমাবেশটির সমাপ্ত ঘোষণা করা হয়।