Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: ফ্রান্সের রাজধানীতে বিখ্যাত রিৎজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হোটেলটি বর্তমানে সংস্কারের জন্য বন্ধ রয়েছে। দমকল বাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার জানায়, হোটেলের শীর্ষ তলায় ও ছাদে আগুন লাগে। তিনি বলে, পাঁচ তারকা এ হোটেলে কেউ ছিল না এবং অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
তবে ভবনের ‘ব্যাপক’ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যারিসের অভিজাত এলাকার কেন্দ্রস্থল প্লেস ভেনডমে অবস্থিত এ হোটেলে আগুন নেভাতে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬ টায় দমকল বাহিনীকে তলব করা হয়। প্যারিস পুলিশ এক টুইটার বার্তায় জানায়, হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং মোটরগাড়ি চালক ও আরোহীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। চারতলা এ হোটেলের মালিক মিশরীয় ধনকুবের মোহাম্মদ আল ফায়েদ।
গত তিন বছর ধরে ভবনের নিচ থেকে উপর পর্যন্ত সংস্কারের কাজ চলছে। চলতি বছরের শেষ নাগাদ এটি পুনরায় খুলে দেয়া হবে। চার্লি চ্যাপলিন, কোকো শ্যানেল ও আর্নেস্ট হেমিংওয়ের পছন্দের হোটেল এটি। এছাড়া অন্য্ একটি কারণেও এ হোটেলের নাম রয়েছে। ১৯৯৭ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার আগে প্রিন্সেস ডায়ানা ও দোদি ফায়েদ এখানে নৈশ ভোজ করেছিলেন