Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছানোর কথা তাঁর।সকাল ১০টার দিকে কারা সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কারা সপ্তাহ উদ্বোধনের শুরুতেই কারারক্ষীদের গার্ড পরিদর্শন করবেন তিনি।
পরে কারা মেলা উদ্বোধন শেষে কারারক্ষীদের দরবারে ভাষণ দেবেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ, নেত্রকোনা ও দিনাজপুরে তিনটি কারাগারের উদ্বোধন ঘোষণা করবেন বলে জানা গেছে।
কারা সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও উদ্বোধন করা হবে। এ উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা কারাগার এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।