খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : ১০টি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে একদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছারাও মদনমোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগদান ছাড়াও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রী দুপুর আড়াইটার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দিবেন। তার জনসভায় যোগদানকে কেন্দ্র করে নগরী ছেয়ে গেছে বিলবোর্ড, তোরণ আর পোস্টারে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সর্বস্তরে নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা।