খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : আইটিএফ-এটিএফ অনূর্ধ্ব-১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল থাইল্যান্ডে গেছে। এরা হলেন- বালক বিভাগে তামিম বিন জাহিদ চৌধুরী ও ফরিদুর রেজা ফরহাদ এবং বালিকা বিভাগে ইতি আক্তার ও শ্রাবণী বিশ্বাস জুই। এছাড়া মিজানুর রহমান অ্যাসোসিয়েট কোচ হিসেবে থাইল্যান্ডে গেছেন।
চ্যাম্পিয়নশীপের খেলা আজ মঙ্গলবার থেকে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভুটান, ব্র“নাই, কম্বোডিয়া, কোরিয়া, লাওস, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, সিংগাপুর, শ্রীলংকা, তাজিকিস্তান দল অংশ নেবে।