খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : তামিম-আয়েশার সংসারে এখন খুশির ঢেউ। সবকিছু ঠিক থাকলে ২ মার্চ তামিম-আয়েশার কোল জুড়ে আসবে নতুন অতিথি। ডাক্তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ২ মার্চ দিয়েছেন। আজেই তাই তামিম এর মা নুসরাত ইকবালের সাথে সন্তানসম্ভবা আয়েশা ব্যাংকক চলে যাচ্ছেন।
জিম্বাবুয়ে সিরিজ শেষ হলে কয়েক দিনের জন্য তামিম ও ব্যাংকক চলে যাবেন।আগামী ২৪ ফেব্র“য়ারী থেকে ৬ মার্চ বাংলাদেশে বসবে এশিয়া কাপের আসর ।এ সময় সন্তান সম্ভবা স্ত্রীর পাশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান। সেই হিসেবে তামিম এর এশিয়া কাপ মিস করার সম্ভাবনাই বেশি।
ব্যাপারটা মানবিক বলে বিসিবিও প্রথম সন্তান ভূমিষ্ঠের সময় এশিয়া কাপ চলাকালীন সময়ে তামিমের স্ত্রীর পাশে থাকাটা মেনে নিচ্ছে। এর আগে ইনজুরীর কারনে ২০১৪ এর এশিয়া কাপ মিস করে ছিলেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।
ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে ৪ ম্যাচের চলমান টি-টোয়েন্টি সিরিজে ইতি মধ্যেই ২-০ তে এগিয়ে স্বাগতিকরা।আজ আবার মাঠে নামছে টাইগাররা। সিরিজ টিকে পরীক্ষা নীরিক্ষার সিরিজ হিসেবেই নিয়েছেন টাইগার কোচ হাতুরে সিংহে।পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্যদের সুযোগ দিতে শেষ দুটি টি-টোয়েন্টিতে বিশ্রামে রাখা হবে তামিম কে। সিরিজ শেষ হওয়ার আগে তাই ছুটি পেলে স্ত্রীর পাশে থাকতে তামিম ও হয়ত দ্রুত ব্যাংককগামী বিমানে চাপবেন।
উল্লেখ্য দীর্ঘ দিনের বান্ধবী আয়েশা সিদ্দিকার সাথে ২০১৩ সালের ২২ জুন গাঁটছড়া বাধেন এই ড্যাশিং ওপেনার। এতো দিন দুজন ছিলেন এখন দুইয়ে থেকে তিন হওয়ার পালা। নতুন অতিথির অপেক্ষায় তামিমের পারিবার।