Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : চার ম্যাচ টি–টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। এবার এক ম্যাচ হাতে রেখে এদিন সিরিজ জয় নিশ্চিত করতে চায় মাশরাফি বাহিনী। অন্য দিকে সফরকারীরা চায় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচটি শুরু হবে বিকেল তিনটাই। ম্যাচটি দেখা যাবে জিটিভি ও স্টার স্পোর্টস ফোর চ্যানেলে।
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ সিরিজের শুরু থেকেই হচ্ছিল পরীক্ষা-নীরিক্ষা। সেই পরীক্ষা-নীরিক্ষায় এবার যোগ হতে পারে পাঁচটি নাম। অথ্যাৎ প্রথম দুই ম্যাচের দলে অন্তত চার থেকে পাঁচটি পরিবর্তণ আসছে এটা প্রায় নিশ্চিত। কারণ, বিশ্রাম দেয়া হয়েছে পেসার আল আমিন এবং মুস্তাফিজুর রহমানকে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আর শুভাগত হোমকে নিয়ে পরীক্ষা-নীরিক্ষা সম্ভবত করা হয়ে গেছে। এই চারটি জায়গায়তো পরিবর্তণ আসবেই।
সে ক্ষেত্রে কারা কার পরিবর্তিত হিসেবে দলে ঢুকবেন, সেটাই এখন জ্বল্পনার বিষয়বস্তু। আল আমিন আর মুস্তাফিজ না থাকয় বিপিএলের আবিস্কার তরুন তুর্কী আবু হায়দার রনির দলে আসাটা প্রায় নিশ্চিত। অভিষেকের ক্যাপ আগামীকালই (বুধবার) তার মাথায় উঠে যাচ্ছে। মুশফিকের পরিবর্তে দলে ঢোকার সম্ভাবনা রয়েছে ইমরুল কায়েসের। কিংবা এ জায়গায় অভিষেক হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতেরও। শুভাগত হোমের জায়গায় দলে আসার সম্ভাবনা রয়েছে আরাফাত সানির।
চমক আসতে পারে আরও একটি। সেটা মোসাদ্দেক হোসেনের জন্যই হয়তো। এই তরুণ তুর্কীকে পরখ করে নেয়ার জন্য সবচেয়ে বড় চমকটি উপহার দিতে পারে টিম ম্যানেজমেন্ট। গত বছর বাংলাদেশ দল দারুন সাফল্য পেলেও নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে ওপেনার তামিম ইকবালকে। তবুও কোন ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়নি। পরীক্ষা-নীরিক্ষার এই ম্যাচে হয়তো বিশ্রাম দেয়া হতে পারে তামিমকেও। সে ক্ষেত্রে সৌম্যের সঙ্গে ইনিংস ওপেন করবেন ইমরুল কায়েস।