খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : ভারতে প্রতিনিয়তই ধর্ষনের ঘটনা ঘটে আসছে। বন্ধুর হাতে বান্ধবী, চাচার হাতে ভাইঝি, ভাইয়ের হাতে বোন, এমনকি বাবার হাতে মেয়েও ধর্ষিত হচ্ছে। কোন সম্পর্কই যেন বাদ যাচ্ছে না ধর্ষণের এ ঘৃণ্য ছোবল থেকে। এবার ছেলের স্ত্রীকে ধর্ষণ করলেন বাবা! ভারতের উত্তর প্রদেশের মনিপুরে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে মঙ্গলবার এ কথা জানা গেছে। খবর পিটিআইয়ের।
ভুক্তভোগীর অভিযোগ তার শ্বশুর সরদার প্যাটেল জোরপূর্বক তাকে ধর্ষণ করেছেন। গত ২ আগস্ট ওই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায়, ঘটনার দিন তিনি ডান্নাহার কোতয়ালির স্বামীর বাসায় একা ছিলেন। আর ওই দিনই তিনি শ্বশুরের হাতে ধর্ষিত হন।
ভুক্তভোগী জানায়, যখন তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন, তখন তার স্বামী এবং শ্বশুর তার ওপর অত্যাচার চালায়।
অত্যাচারের শিকার হয়ে ভুক্তভোগী জয়থেরা পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওয়েবসাইট