খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র এক ছাত্রলীগকর্মী খুন হওয়ার পর বিশ্ববিদ্যালয়টি দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অভ্যন্তরীণ কোন্দলের জেরে মঙ্গলবার দুপুরে হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়টির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব। রাত পৌনে ১২টায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালে তার মৃত্যু হয়।
হাবিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের একদিন আগে এই হত্যাকাণ্ড ঘটল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহিব ইবনে সিরাজ জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, মঙ্গলবার দুপুরে নগরীর শামীমাবাদ এলাকায় নিজ দলের কর্মীদের হামলায় আহত হন হাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
“পরে তাকে মাউন্ট অ্যাডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত পৌনে ১২টায় সেখানে তার মৃত্যু হয়।”
ওসি জানান, বুধবার দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে হাবিবেব মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।
এখন কেউ থানায় এজাহার দেয়নি জানিয়ে ওসি বলেন, প্রত্যক্ষদর্শীদের জাবানবন্দি অনুসারে খুনিদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হাবিবের লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় বলে জানান নিহতের বড় ভাই কাজী বাদল।
হাবিবের সহপাঠীরা জানান, সিলেট নগরীর কানিশাইল এলাকায় একটি মেসে থাকতেন হাবিব।
শামীমাবাদের ছাত্রলীগ নেতা সাগরের সঙ্গে থাকতেন তিনি।
নাম প্রকাশ না করে হাবিবের এক বন্ধু বলেন, কয়েকদিন আগে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপে চলে যান হাবিব। এ কারণেই প্রতিপক্ষের সমর্থকরা তার উপর হামলা চালিয়েছে।