Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ উন্নয়নের সবক্ষেত্রে অংশীদার হিসেবে এ দেশের সঙ্গে কাজ করতে চায় ব্রিটিশ সরকার। এমনটাই জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক। আজ বুধবার সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনটির আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। অ্যালিসন ব্লেক বলেন, বাংলাদেশের বন্ধু ও বৃহত্তম দ্বিপাক্ষিক দাতা হিসেবে যুক্তরাজ্য এ দেশের ভবিষ্যৎ ও দুই দেশের সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এ দেশের মানুষ ব্রিটিশ সমাজে অপরিমেয় অবদান রেখেছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এবং আরও শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠণে যুক্তরাজ্য অবদান রাখতে পারে। আইনের শাসনের মাধ্যমে সুশীল সমাজের বিকাশ ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ বিনির্মানের সবচেয়ে উত্তমপন্থা।