Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20160120_AIBL_BB_Press

খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ :আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বিভিন্ন অর্থনৈতিক অন্তর্ভূক্তিমূলক প্রকল্প পরিদর্শন করেছেন জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. চ্যারিটি লিন্ডিল। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নুরুন নাহার এর নেতৃত্বে একটি দলসহ তিনি ও তার সফরসঙ্গীগন ১৯ জানুয়ারি, মঙ্গলবার, মুন্সিগঞ্জ জেলায় ব্যাংকের রামপাল শাখার অধীনে এসব প্রকল্প পদির্শন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম আলম অতিথিদের ব্যাংকের অর্থনৈতিক অন্তর্ভূক্তিমূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন। এ সময় রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ের পরিচালক নরম্যান মাতাকুরা, উপপরিচালক নোরা মাকুরা এবং প্রিন্সিপাল ব্যাংক একজামিনার অদ্রি হোভ সহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক গোলাম মহিউদ্দিন, উপপরিচালক ইন্দ্রাণী হক, শাহনাজ পারভীন, সহকারী পরিচালক এস এম জুবায়ের হোসেন, তানভীর এহসান এবং সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিদর্শনকালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহম্মেদ খান, ঢাকা সাউথ জোনের প্রধান মোঃ মুজিবুর রহমান, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং রামপাল শাখার ব্যবস্থাপক মোঃ ইউসুফ শরীফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী পরিদর্শনকালে জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. চ্যারিটি লিন্ডিল ব্যাংকের অর্থায়নে স্থাপিত নুর গার্মেন্টস, প্লাস্টিক রিসাইক্লিং প্রকল্প নওশিন এন্টারপ্রাইজ এবং মাইক্রোফাইন্যান্স ইনভেস্টমেন্টের অধীনে গঠিত মহিলা উদ্যোক্তা সমিতি সরেজমিনে ঘুরে দেখেন। তিনি ও তার সফরসঙ্গীগন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসকল উন্নয়নমূলক বিনিয়োগকে অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির ‘আদর্শ প্রকল্প’ আখ্যায়িত করেন এবং নিজ দেশে এ ধরনের প্রকল্প গঠনের ইচ্ছা পোষন করেন।