Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ২৬ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর।
স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বাংলাদেশিদের সবাই পুরুষ। সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে তারা কাজ করতেন।
গত নভেম্বরের মাঝামাঝি থেকে ১ ডিসেম্বরের মধ্যে ওই ২৭ জনকে গ্রেপ্তার করা হলেও সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে বিস্তারিত জানায়।
মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমস লিখেছে, “তদন্তে দেখা গেছে, গ্রেপ্তাররা আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী। তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেওয়ার কথা ভাবছিল। তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না।”
এদের মধ্যে কয়েকজন বাংলাদেশেও হামলার পরিকল্পনায় ছিল বলে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে।
এক প্রতিবেদনে তারা লিখেছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার ওই বাংলাদেশিদের মধ্যে ২৬ জনকে ফেরত পাঠিয়ে তাদের কর্মকাণ্ডের বিষয়ে সরকারকে অবহিত করেছে সিঙ্গাপুর। অবৈধ অনুপ্রবেশের মামলায় সাজা খাটা শেষ হলে বাকি একজনকেও ফেরত পাঠানো হবে।
তবে এ বিষেয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।