খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : খুলনার বাংলাদেশ-জিম্বাবুয়ে চার ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশকে ১৮৮ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। মাসাকাদজা ও সিবান্দার ব্যাটে ঝড়ো সূচনা পায় জিম্বাবুয়ে।
৪ ওভারে ৪৫ আসে উদ্বোধনী জুটিতে। মাসাকাদজা ১৪ বলে ২০ রান করে আউট হন। এরপর ৭ ওভারে ১ উইকেটে ৭২ রান তুলতে খেলা কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা আবার শুরু হলে সাকিবের জোড়া আঘাতে খেলায় ফিরার আভাস দেয় বাংলাদেশ। সিবান্দা ৩৩ বলে ৪৪ আন করে আউট হন।
উইলিয়ামস ও ওয়ালারের ব্যাটে বড় রানের দিকে এগিয়ে যায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ৭৪ আসে উইলিয়ামসন-ওয়ালারের ব্যাট থেকে। ওয়ালার ২৩ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। এছাড়া উইলিয়ামসন ২৬ বলে ৩২ রান করে।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানের বিশাল স্কোর দাড় করায় জিম্বাবুয়ে। বাংলাদেশের সাকিব আল হাসান ৩টি আবু হায়দার রনি ২টি ও মোহাম্মদ শহীদ ১টি করে উইকেট নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১উইকেট হারিয়ে ৫২ রান।