Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

imagesখোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃ

উপজেলার ভেলানগর মহল্লায় এক অগ্নিকান্ডে ৯টি ঘর ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। জানা গেছে ভেলানগর মাছ বাজার সংলগ্ন আয়েছ আলীর বাড়িতে গত ১৯ জানুয়ারী রাত সাড়ে দশটার সময় বাড়ীর দক্ষিন ভিটির ঘর থেকে আগুনের সুত্রপাত হয়।মুর্হুতের মধ্যে আগুন ৯টি ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক আয়েছ আলী জানান বাড়ির দক্ষিণ ভিটির ঘর থেকে আগুন লেগে আগুনের লেলিহান শিখা বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন লাগার অনেক পর ঘটনাস্থলে এলেও সুরু রাস্তার কারনে অগ্নিকান্ড কবলিত স্থানে পৌছতে অনেক দেরী হয়ে যাওয়ার কারনে সর্বশেষ ১টি ঘরের আগুন নিভিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৯টি ঘরের টিভি,ফ্রিজ,ফ্যান,আসবাবপত্র,কাপড় চোপড়,নগদ টাকা সহ প্রায় কয়েক লক্ষ টাকা মালামাল ক্ষতিগ্রস্থ হয়। মশার কয়েল থেকে সৃষ্ট আগুন মশারিতে লেগে আগুনের সুত্রপাত বলে জানা গেছে।